বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো, চুয়াডাঙ্গা দপ্তরের আওতাধীন গ্রাহকগণ যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে পারেন সে লক্ষ্যে কোনো কারিগরী বা প্রাকৃতিক বিপর্যয় হলে তাৎক্ষনিকভাবে গ্রাহকগণকে অবহিত করা এবং গ্রাহক সেবা সহজতর করার জন্য রেলবাজারস্ত বিদ্যুৎ ভবনে একটি কন্ট্রোল রুম (অভিযোগ কেন্দ্র ) স্থাপিত আছে। যার তথ্যাদি নিম্নে উল্লেখ পূর্বক সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।
1. ঠিকানাঃ
|
গ্রাহক সেবা কেন্দ্র বিদ্যুৎ ভবন, রেলবাজার, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা -৭২০০। |
3. মোবাইল নং: |
01782729330 |
3.টেলিফোন নং: |
02477784808
|
4. কল সেন্টার |
১৬১১৭ |
5. বিদ্যুৎ বিভাগ কল সেন্টার |
১৬৯৯৯ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস